ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল: প্রবাসী কল্যাণমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯ , ০৫:৩৯ পিএম


loading/img

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে সুসংহত করেছেন। জনগণ যে রায় দিয়েছে, সরকার তার উপর শ্রদ্ধাশীল ও প্রতিশ্রুতিশীল। বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকালে জৈন্তাপুরে ইরা দেবীর মাঠে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এই কথা বলেন।

ইমরান আহমদ বলেন, বাংলাদেশের মানুষ বুকের রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু সামরিক শাসকরা সেই গণতন্ত্র হরণ করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে সুসংহত করেছেন।

বিজ্ঞাপন

ইমরান আহমদ বলেন, গেলো ৩০ ডিসেম্বর নির্বাচনে জনগণ উন্নত দেশ কামনায় শেখ হাসিনাকে ভোট দিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে। বাংলার মানুষ শেখ হাসিনার ওপর আস্থা রেখে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে।

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার সিরাজুল হক, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ বাবর, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, পূজা উদযাপন পরিষদের নেতা নৃপেন্দ্র কুমার দাস।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |