ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব হলেন গাজী হাফিজুর রহমান লিকু

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯ , ১০:৪৭ এএম


loading/img

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান লিকুকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১১ ফেব্রুয়ারি) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে এই দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।

বিজ্ঞাপন

গাজী হাফিজুর রহমান লিকু ছাত্রজীবনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভিপি ছিলেন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন। ২০০৮ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ পদে আছেন কাজী নিশাত রসুল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |