ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মায়ের ডাকে মেজর জাহিদের স্ত্রী শিলার আত্মসমর্পণ

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ , ০১:১৩ পিএম


loading/img

মায়ের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছেন আশকোনায় অবস্থান করা পুলিশের অভিযানে নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা।  

বিজ্ঞাপন

শনিবার সকাল সাড়ে ৯টায় সূর্যভিলা নামের ওই বাড়ি থেকে শিশু সন্তানসহ বের হয়ে আসেন তিনি। এরপর বের হন পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও শিশু মেয়ে। জঙ্গি মুসা নিজেকে ইমতিয়াজ আহমেদ পরিচয় দিয়ে কোরবানি ঈদের আগে এ বাড়িটি ভাড়া নেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে আশকোনার ৫০ নম্বর বাড়ির নিচ তলায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম। এরপরই শনিবার সকালে শিলাকে আত্মসমর্পণের আহ্বান জানান তার মা ও ভাই। সেই আহ্বানে সাড়া দিয়েই আস্তানা থেকে বেরিয়ে আসেন শিলা।

বিজ্ঞাপন

কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গিদের আত্মসমর্পণ করতে বললে তারা অস্বীকৃতি জানায়। পরে মা ও ভাই হ্যান্ড মাইকে আত্মসমর্পণের অনুরোধ জানালে শিলা বেরিয়ে আসেন। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ছোরা উদ্ধার করা হয়েছে।’

এইচটি/ এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |