• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে সরকার: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মে ২০১৯, ১৪:১০
ফাইল ছবি

গণতন্ত্র হরণ করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে সরকার। এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের সমস্ত অধিকারকে হরণ করে নেয়া হয়েছে। কীভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া যায় তার ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, আজকে যে জাতি ১৯৭১ সালে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল, সেই জাতির কাছ থেকে গণতন্ত্রকে হরণ করে নেয়া হয়েছে।

এ সময় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। নেতাকর্মীদের কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

এসজে/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আ.লীগের তৈরি জঞ্জাল সরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব: ফখরুল
তিন মাসে অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা রেখেছে: ফখরুল
বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না: ফখরুল