• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

২৪ ঘণ্টা পার হলেও কাউকে বহিষ্কার করেনি ছাত্রলীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মে ২০১৯, ২১:৫৪
ফাইল ছবি

বিতর্কিতদের বহিষ্কারের জন্য নেওয়া ২৪ ঘণ্টা সময় পার হলেও ছাত্রলীগ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। নিরপরাধ কেউ যেন বহিষ্কার না হয় সেজন্য গত বুধবার মধ্যরাতে ২৪ ঘণ্টা সময় নিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিতে ওই দিন দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নির্দেশ দেন। পরে রাতে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সময় নেন তারা।

এ বিষয়ে গোলাম রাব্বানী বলেন, নিয়ম অনুযায়ী এখনও কেউ তাদের কাছে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দেয়নি। এসব বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে শুধু। তবে অভিযোগকে সত্য প্রমাণ করার দায়িত্বটা কিন্তু অভিযোগকারীরই। কিন্তু কেউ এমনটি করেননি।

তবে বঞ্চিতদের নেতৃত্বে থাকা গত কমিটির প্রচার সম্পাদক সাঈফ বাবু বলেন, অভিযুক্তদের কাছে প্রমাণ থাকলে তা তারা প্রকাশ করতে পারে। কিন্তু বিতর্কিতদের বহিষ্কারের জন্য যে ২৪ ঘণ্টা সময় নেওয়া হয়েছিল, ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও তার কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না।

এসজে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার শপিং কমপ্লেক্সের স্ক্রিনে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’
বিমানবন্দরে ছাত্রলীগ নেতা শাহীন গ্রেপ্তার 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী আটক
শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার