• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

জিয়া-এরশাদ পাকিস্তানের লোক ছিলেন: এইচটি ইমাম

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ৩০ জুলাই ২০১৯, ২১:০৬
এইচ টি ইমাম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ।। ছবি: সংগৃহীত

সাবেক দুই সেনাশাসক ও ‘অবৈধভাবে’ ক্ষমতাদখলকারী দুই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এইচএম এরশাদ পাকিস্তানের লোক ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

তিনি বলেন, জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তারা দেশের জন্য কিছুই করেননি। বঙ্গবন্ধুই দেশকে গড়ে তুলেছেন। পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যা তা ধরে রেখেছেন।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭০ বছর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের প্রায় ২শ’ তরুণ অংশ নেয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়