রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহী সাদ।
বিজ্ঞাপন
আজ রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেন দলটির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
বিষয়টি নিশ্চিত করেছেন জাপার একাধিক প্রেসিডিয়াম সদস্য।
বিজ্ঞাপন
এর আগে গত মঙ্গলবার জাপার বনানী কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাদ এরশাদ।
এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনের ভোট হবে আগামী ৫ অক্টোবর।
১৯৮৬ সাল থেকে রংপুর-৩ আসনে টানা জয়ী হয়েছে জাপা। এরশাদ এ আসনে পাঁচবার জিতেছেন।
বিজ্ঞাপন
এসজে