• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই: প্রধানমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ অক্টোবর ২০১৯, ১১:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে সংঘাত নয়, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই।

সোমবার (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা ‘ওয়াশিংটন পোস্ট’র সাপ্তাহিক সাময়িকী টুডে’স ওয়ার্ল্ডভিউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের বোঝা হয়ে থাকতে পারে না’ শীর্ষক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহল যদি ভাবে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান আসবে, তাহলে সেটা অবশ্যই ভালো সিদ্ধান্ত।

ইতোমধ্যে, সংকটের বিষয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে কথা বলেছেন বলে জানান শেখ হাসিনা।

এ সময় বিশ্ববাসীর কাছে আশ্রয়দাতা বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও স্পষ্ট করে তিনি বলেন, শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যকর না হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হবে রোহিঙ্গারা। ক্রমবর্ধমান হতাশাগ্রস্ত ও কর্মহীন রোহিঙ্গারা মৌলবাদ ও উগ্রবাদের দিকে ঝুঁকে পড়বে। পাশাপাশি দীর্ঘদিন বাংলাদেশে থাকলে ধর্মান্তরিত বা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ব ইজতেমার সমাধান নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব
রোহিঙ্গা সমস্যার সমাধানে থাইল্যান্ড যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান যুক্তরাষ্ট্রের
উপকূলবাসী সুপেয় পানি সংকটের স্থায়ী সমাধান চায়