• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

শেখ রাসেলের জন্মদিনে কবর জিয়ারত করলেন আওয়ামী লীগ নেতারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ অক্টোবর ২০১৯, ০৯:৪২
শেখ রাসেলের জন্মদিনে করব জিয়ারত করলেন আওয়ামী লীগ নেতারা
কবর জিয়ারতে আওয়ামী লীগ নেতারা

১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন বঙ্গবন্ধু। এ হত্যাযজ্ঞ থেকে বাদ যায়নি বঙ্গবন্ধু পরিবারের সর্ব কনিষ্ঠ সদস্য শেখ রাসেলও। হানাদাররা নির্মমভাবে হত্যা করেছিল তাকেও। আজ শুক্রবার ১৮ অক্টোবর শেখ রাসেলের ৫৬তম জন্মদিন।

এ উপলক্ষে সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতাকর্মীরা শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় মতিয়া চৌধুরী, মাহবুব উল আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী, হাছান মাহমুদ ও জাহাঙ্গীর কবির নানকসহ জ্যেষ্ঠ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধু ও তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ ১৫ আগস্ট রাতে যারা নিহত হন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তারা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: অলৌকিকভাবে ফিরে এসেছি: কাদের
---------------------------------------------------------------

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতি লীগ, ছাত্রলীগসহ দলটির অন্যান্য অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর পক্ষ থেকে শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় সমন্বয়ককে কুপিয়ে জখম
চব্বিশের আন্দোলনকারীদের প্রকাশ্যে ‌‌‌‘টোকাই’ বলে আ.লীগ নেতার কটাক্ষ
আ.লীগের মতো সংবিধান লঙ্ঘনকারী দল আর নেই: গয়েশ্বর
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার