অন্তঃসত্ত্বা থাকার সময়ও আটকানো যায়নি। বিচরণ ছিল র্যাম্প, রেড কার্পেট, ম্যাগাজিনের কাভার-সর্বত্রই। আর এখন তো তিনি একরকম মুক্ত। এবার কি তাকে আটকানো যায়? ঠিক তাই! শিগগিরই মূলধারার কাজে ফিরছেন কারিনা কাপুর। এজন্য নাকি মুখিয়ে আছেন তিনি।
গেলো মাসে মা হয়েছেন নবাববধূ। প্রথম সন্তান জন্ম দেয়ার কয়েকদিন পরই গুঞ্জন ওঠে অল্প সময়ের মধ্যেই মূলধারায় ফিরছেন তিনি। বাস্তবে তার প্রমাণও মিললো।
রোববার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, র্যাম্পে হাঁটার জন্য এরই মধ্যে ফ্যাশন ডিজাইনার অনিতা ড্রোনগ্রের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন কারিনা কাপুর।
এ বিষয়ে অনিতা বলেন, শিগগিরই আমরা কাজ শুরু করছি। মাতৃত্বকালীন বিরতি ছাড়াই কারিনা কাজ করছেন।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, ফেব্রুয়ারিতে মূলধারার কাজে ফিরছেন তৈমুর আলি খান’র মা। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সাইফবধূ কারিনা কাপুর খান।
সাইফ-কারিনা (সাইফিনা) দম্পতির প্রথম সন্তান তৈমুর। সাইফ আলি খান'র প্রথম স্ত্রী ছিলেন অমৃতা সিং। সেই সংসারে দু’সন্তান রয়েছে। তারা হলেন সারা ও ইব্রাহিম।
ওয়াই/ডিএইচ