ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে উত্তর জেলা আ.লীগের সম্মেলনে দু’পক্ষের মারামারি

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯ , ১২:০৮ পিএম


loading/img

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই নেতার সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে নগরীর লালদীঘির মাঠে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে  নেতাকর্মীরা আসতে শুরু করেন। সম্মেলন শুরু হওয়ার আগেই উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিনের অনুসারীরা মাঠে অবস্থান নেন। একই সময়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আতাউর রহমানের অনুসারীরা মিছিল নিয়ে মাঠে প্রবেশ করেন। এরপর হঠাৎ দুই পক্ষের মধ্যে প্রথমে চেয়ার ছোড়াছুড়ি এবং পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।

বিজ্ঞাপন

এজে   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |