ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ , ০৪:০৫ পিএম


loading/img

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন তার পরিবারের সদস্যরা। সোমবার বেলা সোয়া ৩টার দিকে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তার ৫ স্বজন। বিকেল ৪টার পর তারা বেরিয়ে আসেন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে জানান, এক মাসের বেশি সময় পর কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন তার স্বজনরা। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন-খালেদা জিয়ার ছোট বোন সেলিমা ইসলাম ও তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার।

তিনি আরও বলেন, এক মাসের বেশি সময় পর তাদের এই সাক্ষাৎ হলো। সর্বশেষ গত ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়ার সাথে তার স্বজনরা স্বাক্ষাৎ করেন। গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এই সাক্ষাতের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে জেল কর্তৃপক্ষ এই সিডিউল বাতিল করে বিজয় দিবসে নির্ধারণ করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |