ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভিপি নুরের ওপর হামলা

দলীয় পরিচয় থাকলেও শাস্তির নির্দেশনা প্রধানমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ , ০১:১৩ পিএম


loading/img
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দল কাদের

ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় শাস্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় পরিচয় থাকলেও তাদের শাস্তি পেতে হবে। কাউকে ছাড় দেয়া হবে না। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দল কাদের। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সচিবায়ে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে রোববার দুপুরে ডাকসু ভবনে ভিপি নুরের কক্ষে হামলা ও ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় নুরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

তাদের চার জনকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়েছে। হামলার পর ডাকসুর জিএম গোলাম রাব্বানী বলেছেন, নুরকে আর ডাকসুতে ঢুকতে দেয়া হবে না।  

ওবায়দুল কাদের বলেন, গতকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। এ ধরনের নিন্দনীয় ঘটনা যারা ঘটায়, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। ডাকসু ভিপির সঙ্গে ভিন্নমত থাকতেই পারে। তবে তার ওপর হামলার ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, ছাত্রলীগের কেউ হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, কে কোন সংগঠন করে, সেটি বিবেচ্য নয়। আমরা অপকর্মকারীকে অপকর্মকারী হিসেবেই দেখব, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখব, দুর্বত্তকে দুর্বত্ত হিসেবে দেখব। যারা এগুলো করবে, তারা কেউ ছাড় পাবে না। আওয়ামী লীগ সরকার অপরাধীদের কখনো ছাড় দেয় না। সরকারের ঘরের লোকদেরও কিন্তু রেহাই দেওয়া হয়নি। যেকোনো অপকর্মে ছাত্রলীগ পরিচয়ে কেউ থাকলেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসজে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |