• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

প্রার্থীর ওপর হামলা হলে গুরুত্ব নিয়ে দেখা উচিত: কাদের

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০২০, ১২:০৩
কাদের কক্সবাজার নির্বাচন
ছবি: সংগৃহীত

ঢাকা সিটি করপোরেশন র্নিবাচনে কোনও প্রার্থীর ওপর সত্যিই যদি হামলা হয়ে থাকে বিষয়টি নির্বাচন কমিশনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এখানে সরকারের কিছু করার নেই। এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে কক্সবাজারে চারলেন সড়কের উন্নীতকরণ কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি এখন নালিশ র্নিভর দল। কেবল নালিশ করাই তাদের রাজনীতি।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে, কর্নেল (অব.) ফোরকান আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন অফিসে তথ্য নিতে এসে রোহিঙ্গা নাগরিক আটক
স্টারমারের নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছিল আওয়ামী লীগ
১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব না: উপদেষ্টা মাহফুজ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ছে তারকাদের বাড়িঘর