ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজ‌নৈ‌তিক কার‌ণে কোকোর মৃত্যু হ‌য়ে‌ছে: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০ , ১১:৩৭ এএম


loading/img

আওয়ামী লীগ রাজ‌নৈ‌তিকভা‌বে দেউ‌লিয়া হ‌য়ে নানাভা‌বে বিএন‌পির বিজয়‌কে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র কর‌ছে ব‌লে দাবি ক‌রে‌ছেন বিএনপির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

আজ শুক্রবার সকাল সোয়া ১০ টায় বনানীতে ‌বি‌এন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শে‌ষে এসব কথা ব‌লেন।

এরপ‌র বিএনপির দুই মেয়রপ্রার্থী তা‌বিথ আউয়াল ও ইশরাক হো‌সেন ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবর জিয়ারত ক‌রেন।

বিজ্ঞাপন

‌মির্জা ফখরুল ব‌লেন, সিটি নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে শারিরিকভাবে আক্রমণ করা হচ্ছ, নানাভাবে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।  বর্তমান সরকার রাজনৈতিকভাবে শূন্য ও দেউলিয়া হয়ে  বিএনপির বিজয়কে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।  

‌তি‌নি ব‌লেন, ধা‌নের শী‌ষের প‌ক্ষে যে গণ‌জোয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে তা‌তে তা‌বিথ আউয়াল এবং ইশরা‌কের বিজয় ঢেকাতে পার‌বে না।

‌বিএন‌পি মহাস‌চিব ব‌লেন, রাজ‌নৈ‌তিক কার‌ণে আরাফাত রহমা‌ন কোকোর মৃত্যু হ‌য়ে‌ছে। তি‌নি রাজনী‌তি কর‌তেন না। তারপ‌রেও প্র‌তি‌হিংসায় তার উপর শারী‌রিক ও মানসিক অত্যাচার করা হ‌য়ে‌ছে। তার আত্মার মাগ‌ফিরাত কামনা কর‌ছি।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |