• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

আ.লীগের মনোনয়নপত্র নিলেন সাবেক মেয়র মনজুর আলম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬
আ.লীগ মনজুর আলম

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন সাবেক মেয়র এম মনজুর আলম। বৃহস্পতিবার তিনি মনোনয়ন ফরম নিয়েছেন বলে আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১০ সালে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে এম মনজুর আলম বিএনপির সমর্থন নিয়ে মেয়র হয়েছিলেন। ২০১৫ সালে বিএনপির সমর্থন নিয়ে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন আওয়ামী লীগ প্রার্থী আ জ ম নাছিরের কাছে পরাজিত হন। যদিও সেসময় রাজনীতি থেকে ইস্তফা দেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

জানা যায়, আওয়ামী লীগ পরিবারের সন্তান মনজুর আলম তিন মেয়াদে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ছিলেন। তার আগে মনজুর আলম তিন দফায় আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর (কমিশনার) ছিলেন। মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকাকালে বিভিন্ন সময় ভারপ্রাপ্ত মেয়রেরও দায়িত্ব পালন করেন তিনি।

চট্টগ্রাম সিটি নির্বাচন উপলক্ষে এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ১৫ জন মেয়র পদে এবং ৩৮৮ জন কাউন্সিলর পদে মনোনয়ন ফরম নিয়েছেন।

বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সহ–সভাপতি খোরশেদ আলম সুজন ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস ছালামও মেয়র প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আ.লীগ লুটপাট করে দেশের সবকিছু ফাঁকা করে দিয়ে গেছে’
বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে নির্বাচনে আসতে দেবে না জনগণ: আখতার
দেশীয় অস্ত্র হাতে আ.লীগ নেতার ভিডিও ভাইরাল
রাজনীতিতে নতুন মেরুকরণ, শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ