ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

রিজভী কিছুটা সুস্থ, ব্যথা-বমি দুটোই কমেছে

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ , ০৫:৪২ পিএম


loading/img
রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন। তার পেটের ব্যথা আগের চেয়ে কিছুটা কমেছে। কমেছে বমি হবার প্রবণতাও।

বিজ্ঞাপন

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার  তত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন রিজভী।

ডা: রফিকুল ইসলাম বলেন, এখনও স্যালাইনের ওপর আছেন তিনি। তবে তার পেটের ব্যথা আগের চেয়ে কিছুটা কমেছে। বমির ভাবটাও তেমন নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এখনও স্বাভাবিক খাবারে ফিরতে পারেননি বিএনপির সিনিয়র এ যুগ্ম মহাসচিব। এ ধরনের সমস্যায় স্বাভাবিক খাবারে ফিরতে কিছুটা সময় লাগে। আপাতত স্যালাইনটা খাবার হিসেবে ধরা যায়।

গত রোববার (২৬ এপ্রিল) প্রচণ্ড পেটেব্যথা ও বমির কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রিজভী। বর্তমানে তিনি তার আদাবরের বাসায় চিকিৎসক রফিকুল ইসলামের তত্ত্বাবধানে আছেন।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |