• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

কাল ডিএসসিসি মেয়রের দায়িত্ব নেবেন ব্যারিস্টার তাপস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মে ২০২০, ১৮:৩১
Barrister Taposh will be the mayor of DSCC tomorrow
কাল শনিবার ডিএসসিসি মেয়রের দায়িত্ব নেবেন ব্যারিস্টার তাপস (ফাইল ছবি)

আগামীকাল শনিবার (১৬ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শুক্রবার (১৫ মে) বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ হচ্ছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

বার্তায় আরো জানানো হয়, আগামীকাল শনিবার দুপুরে ডিএসসিসির মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এদিন দায়িত্ব গ্রহণের পর বেলা ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে অনলাইন ব্রিফিংয়ে অংশ নেবেন তিনি।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, সারাদেশে করোনাভাইরাসের কারণে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় ধরনের কোনো জমায়েত হবে না। সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্থান্তর করা হবে।

ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় নির্বাচিত মেয়র। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় সাড়ে তিনমাস অপেক্ষা করতে হলো তাপসকে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যা মামলায় সাবেক মেয়র হাবিবুর গ্রেপ্তার
সাবেক মেয়র আতিক তিন দিনের রিমান্ডে
সুনামগঞ্জে সাবেক মেয়রসহ ৫ নেতা দুদিনের রিমাণ্ডে 
ঈশ্বরদীর সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার