ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মোহাম্মদ নাসিমের জানাজায় ডা. জাফরুল্লাহ চৌধুরী

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৪ জুন ২০২০ , ০১:২৫ পিএম


loading/img
ডা. জাফরুল্লাহ চৌধুরী

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের জানাজায় অংশ নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

বিজ্ঞাপন

রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

আজ সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে সেখানেই নাসিমকে দাফন করা হয়।

শ্রদ্ধা জানানোর সময় জাফরুল্লাহ চৌধুরীর সাথে অধ্যাপক ডা. মুহিব উল্লাহ খোন্দকার ও জাহাঙ্গীর আলম মিন্টু উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিমের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে ডা. জাফরুল্লাহ গণস্বাস্থ্য হাসপাতালে চলে যান বলে জানান মিন্টু। তিনি বলেন, হাসপাতালে আরো ৪ থেকে ৫ দিন থাকবেন জাফরুল্লাহ চৌধুরী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা পজিটিভ নিউমোনিয়া রোগী হিসেবে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি করোনা নেগেটিভ রোগী হিসেবে নিউমোনিয়ার চিকিৎসায় আছেন। 

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |