• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

স্ত্রীর গয়না বিক্রির টাকায় অসহায় মানুষকে সহায়তা করছেন বিএনপি নেতারা: টুকু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুন ২০২০, ১৩:০১
Iqbal Hasan Mahmud Tuku
ইকবাল হাসান মাহমুদ টুকু

করোনা সংকটে জমি ও স্ত্রীর গয়না বিক্রি করে বিএনপি নেতারা অসহায় মানুষদের সহায়তা করেছে। রিলিফ দিয়েছে। বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত ৫৬ লাখ পরিবারের প্রায় সোয়া দুই কোটি মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২১ জুন) রাতে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আমরা বিরোধী দল হিসেবে চেয়েছি এই সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে। আমরা প্রথম সরকারের কাছে একটি অর্থনৈতিক প্যাকেজ দিয়েছি। সরকার আমাদের কোনো সাড়া দেয়নি, কোনো আলোচনাও করেনি।

তিনি বলেন, আমরা প্যাকেজ দেওয়ার পরে প্রধানমন্ত্রী আরেকটা প্যাকেজ দিলেন। কিন্তু আমরা সুস্পষ্টভাবে দিয়েছিলাম কীভাবে কোথায় কী করতে হবে। কিন্তু তারা ওগুলো না করে এমনভাবে দিলো যে, পরে দেখা গেল এটা কোনো প্রণোদনা নয়, ব্যাংকের লোন।

তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রতারণা করে দেশ শাসন করছে পেশী শক্তি দিয়ে। আমরা বুঝতে পেরেছিলাম সরকার করোনা সংকট সেভাবে হ্যান্ডেল করতে পারবে না।


এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ৩ মামলায় মির্জা আব্বাসের জামিন
ছয় মামলায় গয়েশ্বরের আগাম জামিন