ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

পঙ্কজকে স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ , ১১:০৮ পিএম


loading/img

জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় সফরে আজারবাইজান যাওয়ার আগে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করে আরটিভি অনলাইনকে বলেন, পঙ্কজ দেবনাথকে অব্যাহতি নয়, সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে বুধবার (২৩ অক্টোবর) স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে বিভিন্ন সময় আলোচনা এসেছে মোল্লা মো. আবু কাওসারের নাম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওসার ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি। অভিযানের প্রথম দিকেই ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। ইতোমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |