ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভিসি বলেছেন, আন্দোলনকারীদের নামে ক্রিমিন্যাল অ্যাক্টে মামলা হবে: লিটন

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৩ মার্চ ২০১৯ , ০৫:১১ পিএম


loading/img

উপাচার্যকে বলেছি, আমাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। তবে উনি বলেছেন, যারা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ করতে আন্দোলন করছেন, তাদের ছাড় দেওয়া হবে না। বরং তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টের মামলা দেয়া হবে। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী।

বিজ্ঞাপন

ছাত্রলীগ বাদে ভোট বর্জনকারী ডাকসুর পাঁচটি প্যানেল পুনর্নির্বাচন চেয়ে আজ বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে কাছে স্মারকলিপি নিয়ে যায়। স্মারকলিপি প্রদানের পর উপাচার্যের প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের সামনে একথা জানান  প্রগতিশীল ছাত্র ঐক্যের এ নেতা।

লিটন নন্দী বলেন, উপাচার্যের বক্তব্যের জবাবে আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ে এত দিন যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালালেন, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া হবে। তিনি কোনো উত্তর দেননি।

বিজ্ঞাপন

-------------------------------------------------
আরও পড়ুন : তিন দিনের মধ্যে পুনর্নির্বাচনের ঘোষণা না দিলে ঢাবি অচল হবে: লিটন নন্দী
-------------------------------------------------

তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে যদি ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃতফসিল দেওয়া না হলে, একই সঙ্গে এই নির্বাচন পরিচালনার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা যদি পদত্যাগ না করেন এবং মামলা প্রত্যাহার না করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব রক্ষার্থে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অচল করে দিতে বাধ্য হব।

এর আগে দুপুর ১২টা থেকে গতকালের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর পরে তারা স্মারকলিপি নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে ছিলেন স্বতন্ত্র ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, স্বাধিকার পরিষদের জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান, স্বতন্ত্র জিএস উম্মে হাবিবাসহ আরও অনেকে।  

আরও পড়ুন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |