ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কুনমিং-এ ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন 

আরটিভি নিউজ ডেস্ক

মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ , ১১:০১ এএম


loading/img
কুনমিং-এ ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন, ছবি : সংগৃহীত

বাংলদেশ কনস্যুলেট জেনারেল, কুনমিং, চীনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

বিজ্ঞাপন

কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্বাস্থ্যবিধি মেনে সোমবার (১০ জানুয়ারি) এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় কনসাল জেনারেল বলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য জাতির পিতা দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি জেল জুলুম সহ্য করেছেন, সব সময় দূরদর্শী সিদ্ধান্ত দিয়েছেন এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জনগণের সেবা করেছেন। 

বিজ্ঞাপন

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |