যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি : আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ১২:৩৬ পিএম


যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময়

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছে ওয়ারেন সিটি পুলিশ বিভাগ ও ওয়ারেন ক্রাইম কমিশন। রোববার ওয়ারেনসিটির বিসমিল্লাহ রেস্টুরেন্টে বাংলাদেশ অ্যাসোসিয়েশন (বাম)-এর ব্যানারে সভাটি অনুষ্ঠিত হয়। 
আইনশৃঙ্খলা রক্ষা উন্নয়নসহ কমিউনিটির সঙ্গে পুলিশের সুসর্ম্পক স্থাপনের উদ্দেশে এই মতবিনিময়ের আয়োজন করা হয়। 
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ চৌধুরী এবং সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবির। 
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন, ওয়ারেন সিটি মেয়র জিম ফাউটস, ক্রাইম কমিশনার চেয়ারম্যান রেক্স মার্শাল, ডেপুটি পুলিশ কমিশনার রবার্ট আহরেন, ক্রাইম কমিশনার অ্যাঞ্জেলা, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ এন ইসলাম শামীম, চিটাগাং ইউনিভার্সিটি এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, ইমাম ফখরুল ইসলাম, মিশিগান বিএডিসির সাবেক সভাপতি ইকবাল ফয়েজ স্বপন, শান্ত রহমান, ব্যবসায়ী হাজী নিজাম আহমদ, রাজু আহমেদ, রিয়েল স্টেট এজেন্ট হিমেলসহ অনেকে। 
ষ্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন তার বক্তব্যে বলেন, প্রত্যেক নাগরিকের সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে শক্তিশালী কমিউনিটি প্রতিষ্ঠার নীতিতেই তিনি বিশ্বাস করেন। বক্তব্যে শেষে প্রশ্নত্তোর পর্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে কমিউনিটিতে বসবাসরত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশের অফিসারগণ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission