ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ভলান্টিয়ার অফ দ্য ইয়ার মনোনীত হলেন নাইম আবদুল্লাহ

আরটিভি নিউজ

রোববার, ১৬ জুলাই ২০২৩ , ০১:৩০ পিএম


loading/img

২০২৩ সালের নিউ সাউথ ওয়েলস ভলান্টিয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন নাইম আবদুল্লাহ। আগামী ১১ সেপ্টেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। 
 
ভলেন্টিয়ার অব দা ইয়ার অস্ট্রেলিয়ার কমিউনিটিতে ইতিবাচক কাজে এক সম্মানজনক পুরস্কার। মূলত সাংগঠনিক ও ব্যক্তিগত আয়োজনের মাধ্যমে জনকল্যাণে সমাজে নিঃস্বার্থ ভাবে যারা অবদান রাখেন, তাদের কাজের স্বীকৃতি স্বরূপ বার্ষিক ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।  

বিজ্ঞাপন

নাইম আবদুল্লাহ একজন প্রবীণ প্রবাসী সাংবাদিক। গত ১২ বছরেরও অধিক সময় ধরে তিনি স্বেচ্ছায় এই পদে কাজ করছেন। সিডনি সহ অস্ট্রেলিয়ায় বাংলা ভাষাভাষী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের খবর তার রিপোর্টের মাধ্যমে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। মিডিয়ার সাথে কাজ করা কমিউনিটি সংস্থাগুলির জন্য মৌলিক।একজন নিবেদিত প্রান সাংবাদিক হিসাবে তিনি প্রবাসে দেশীয় কৃষ্টি সংস্কৃতি ও তার মূলধারাকে বজায় রাখার পাশাপাশ প্রতিষ্ঠিত করতে সহায়তা করছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |