ঢাকাশুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আরটিভি নিউজ

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ , ১১:০২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় এক্সপ্রেস বাস দুর্ঘটনায় কামাল হোসেন (৪১) নামে প্রবাসী বাংলাদেশিসহ তিন জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি নির্মাণ শ্রমিক ছিলেন।

বিজ্ঞাপন

বুধবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশি নিহতের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মালয়েশিয়া প্রবাসী আহমাদুল কবির।

বিজ্ঞাপন

তিনি জানান, যাত্রীবাহী এক্সপ্রেস বাসটি মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোতা বারু জেলা থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। দুর্ঘটনায় কামালসহ বাসটির চালক আজিজ দাউদ (৬৩) এবং অপর বাস যাত্রী মোহাম্মদ সিউকরি মাত নূর (৫৫) নিহত হয়েছেন।

তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের কুয়ালা লিপিস ও গুয়ামুসাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

লিপিস জেলা পুলিশপ্রধান সুপার আজলি মোহম্মদ নুর জানিয়েছেন, কুয়ালালামপুরগামী ডবলডেকার এক্সপ্রেস বাসটি ১৮ জন যাত্রী নিয়ে কাম্পুং কুবাং রুসার কাছে কেএম-৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনজন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |