ঢাকারোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশী আটক

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ , ১১:৪১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ১০২ বাংলাদেশিসহ ২৪৫ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ নভেম্বর) রাতে কুয়ালালামপুরের একটি গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ। 

আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি, বাকিরা ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক। আটকদের মধ্যে বাংলাদেশি ১০২ জন, নেপালি ৬১ জন, ভারতীয় ৫৮ জন, পাকিস্তানি ২০ জন, ইন্দোনেশিয়ান তিন জন ও শ্রীলঙ্কান একজন রয়েছে।

বিজ্ঞাপন

অভিযানের সময় চেয়ারের নিচে ও ড্রামের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা হয়নি অনেকের।

শনিবার সকালে সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন বলেন, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন বাহিনীর ৯১ জন সদস্য অংশ নেয়। এ সময় ২০ থেকে ৫০ বয়সী ২৪৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিকভাবে একটি ক্যাম্পে রাখা হয়েছে। অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |