ঢাকাশুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

আমিরাতে লটারিতে তিন কোটি টাকার বেশি জিতলেন বাংলাদেশি

আরটিভি নিউজ

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ , ০২:৩৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্র সিরিজ লটারিতে এক মিলিয়ন দিরহাম (বাংলাদেশি অর্থে ৩ কোটি টাকারও বেশি) জিতেছেন মোহাম্মদ মান্নান নামে এক প্রবাসী বাংলাদেশি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জানুয়ারি) দুবাইভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসা করেন ওই প্রবাসী বাংলাদেশি। গত ২০ বছর ধরে একাই সেখানে বসবাস করছেন তিনি। তবে মান্নান এক যুগ আগে বিগ টিকিটের লটারি সম্পর্কে জানতে পারেন। ওই সময় তার বন্ধুরা এ নিয়ে আলোচনা করত। তখন তিনিও আগ্রহ থেকে লটারির টিকিট কেনা শুরু করেন। প্রথমে মান্নান তার পাঁচ বন্ধুর সঙ্গে প্রতিমাসে টিকিট কিনতেন। কিন্তু পরবর্তীতে মাঝে মাঝে কিনতেন। সম্প্রতি তিনি ইন-স্টোর থেকে দুটি টিকিট কেনেন এবং প্রমোশনাল অফার হিসেবে আরও তিনটি টিকিট পান। আর সেই তিনটির একটিই তাকে এনে দিয়েছে তিন কোটি টাকার বেশি অর্থ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রবাসী বাংলাদেশি মান্নান লটারি জেতার প্রতিক্রিয়ায় বলেন, যখন আমি বিগ টিকিটের কাছ থেকে ফোন পেলাম। আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি। আমার গভীর উপলব্ধি হচ্ছিল, আজই আমি লটারি জিতব। 

বিজ্ঞাপন

যদিও এই অর্থ দিয়ে কী করবেন সেটি এখনো ঠিক করেননি মান্নান। তবে নিজের ব্যবসার পরিধি বাড়ানোর পরিকল্পনা আছে তার। এই প্রবাসী বাংলাদেশি জানান, তিনি বিগ টিকিটের লটারির টিকেট কেনা অব্যাহত রাখবেন। এছাড়া অন্যদেরও এই টিকিট কেনার জন্য উদ্বুদ্ধ করেছেন ভাগ্যবান মোহাম্মদ মান্নান।  

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |