ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

মালয়েশিয়ায় লরির ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি

আরটিভি নিউজ 

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি ব্যক্তি।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজ্যের মুয়ার জেলার বাকরি এলাকায় ভোরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

বিষয়টি নিশ্চিত করে মুয়ার জেলার পুলিশপ্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইজ মুখলিজ আজমান আজিজ জানান, স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে একজন প্রত্যক্ষদর্শী এ ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে জানা যায়, ২৬ বছর বয়সী ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে, লরিচালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনার তদন্ত মালয়েশিয়ার সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে।

এ ছাড়া পথচারীদের আরও সতর্কতার সঙ্গে রাস্তা পার হওয়ার পরামর্শ ও চালকদের সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম-টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |