চীনে বাংলা নববর্ষ উদযাপন 

চীন প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ১১:৪৭ এএম


চীনে বাংলা নববর্ষ উদযাপন 
ছবি: প্রতিনিধি

দেশের সীমানা ছাড়িয়ে আবহমান বাংলার পহেলা বৈশাখ উদযাপন করল চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি, সংগীত, দেশীয় খাবার, নৃত্য ও কবিতার মাধ্যমে চীনা ও আন্তর্জাতিক অতিথিদের মাঝে বাংলাদেশের ঐতিহ্যকে উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

গত ১৯ এপ্রিল ‘বাংলাদেশ কমিউনিটি নানচিং’-এর উদ্যোগে নানচিং কালচারাল অ্যাসোসিয়েশন সেন্টারে এই সুসজ্জিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশি শিক্ষার্থী ফাহমিদা গয়না এবং লাভলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন আহনাফ তাহমিদ আনন। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ, দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন নিয়ে হাস্যরসাত্মক অভিনয় এবং বাংলা ও চীনা ভাষায় গান পরিবেশন করা হয়। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহনাফ তাহমিদ আনন, আসিক আল সাদি, মোহাম্মদ শামীম, আবিদা রাইসা, আবীদ মো. রাজীব, রাকিবুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission