মিশরের রাজধানী কায়রোতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্টুডেন্ট প্রিমিয়ার লিগ (BSPL)-২০২৫।
শনিবার (২৬ এপ্রিল) বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস স্টেডিয়ামে বাঙালিয়ানা রেস্টুরেন্ট, এস এম ট্রাভেলস, আজহারী ট্রাভেলস ও পিনাট বাটার এর সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টির শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে ১০ ওভারের খেলায় ১০৮ রান করে চিটাগং কিংস। সর্বোচ্চ ৪০ রান করেন দলটির ক্যাপ্টেন মুহাম্মদ রিজওয়ান।
৮ দলের এই টুর্নামেন্টে ফাইনালে উঠে শক্তিশালী দুটি দল, খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টিতে চ্যাম্পিয়ন হয়, বাশির আরিফের খুলনা টাইগার্স।
চিটাগং কিংসের জবাবে খুলনা টাইগার্সের ক্যাপ্টেন আফগানিস্তানি প্লেয়ার বাশির আরিফ এবং আব্দুর রহমান ফাহিমের ঝড়ো ইনিংসে ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতে যায় খুলনা টাইগার্স।
টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ৩২০ রান এবং ৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন, আরেক শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি প্লেয়ার সাইয়েদ বো'আলি।
নেওয়াজ শরীফ এবং জোবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে ফারিদ টারাকির পরিচালনায় ফাইনাল ম্যাচটি প্রধান অতিথি ছিলেন মাদিনাতুল বুউস ইসলামিয়ার পরিচালক আলাউদ্দিন মুহাম্মদ ইমাম ও ইজিপ্ট ক্রিকেট কমিউনিটির প্রধান আরশাদ রেজা। সেরা প্লেয়ারদের হাতে ট্রফি বিতরণের সাথে সাথে ফাইনাল টিমের সবার জন্য ছিল ম্যাডেল।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে আলাউদ্দিন মুহাম্মদ ইমাম বলেন, মিশরে অধ্যায়নরত বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান এবং আফগানিস্তানি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও অটুট বন্ধন তৈরি করাই ছিল ক্রিকেট ম্যাচের মূল উদ্দেশ্য এবং পাশাপাশি ফুটবলে প্রসিদ্ধ দেশ মিশরের বুকে ক্রিকেটকে চেনানো।
টুর্নামেন্টির সার্বিক সহযোগিতায় ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের আফগানিস্তানের শিক্ষার্থী—ফারিদ টারাকি, বাংলাদেশি শিক্ষার্থী—নেওয়াজ শরীফ, মুজাহিদুল ইসলাম, জুবায়ের আহম্মেদ, মনোয়ার সাদী, লোকমান খান এবং মুহাম্মাদ আনাস। টুর্নামেন্টিতে বাংলাদেশি শিক্ষার্থীরা ছাড়াও অংশগ্রহণ করেন ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের শিক্ষার্থীরা।
আরটিভি/এআর