ঢাকারোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বাহরাইনে প্রবাসীদের সমস্যা শুনতে দূতাবাসের গণশুনানি

বাহরাইন প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ০৯:৪১ পিএম


loading/img
ছবি: আরটিভি

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা সরাসরি শোনার জন্য গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।  অনুষ্ঠানে প্রবাসীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা সরাসরি তুলে ধরেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানী মানামায় দূতাবাসের হলরুমে কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

প্রবাসীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, গণশুনানির মাধ্যমে প্রবাসীদের সমস্যা সরাসরি জানার সুযোগ তৈরি হয়েছে।  প্রবাসীরা যেন বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠান এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখেন, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

বিজ্ঞাপন

8b360700-d423-40e9-8348-c3df3a727ef1

তিনি বলেন, কোনো সমস্যা হলে প্রবাসীরা সরাসরি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং গঠনমূলক পরামর্শের মাধ্যমে দূতাবাসের সেবার মান উন্নয়নে সহায়তা করতে পারবেন।

গণশুনানিতে উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।  তাৎক্ষণিকভাবে অনেক সমস্যার সমাধান দেওয়া হয় এবং সময়সাপেক্ষ বিষয়গুলো লিখিতভাবে জমা দিতে বলা হয়।  যাতে দ্রুত সমাধান নিশ্চিত করা যায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই গণশুনানির জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছিল, যা নিয়ে আরটিভিতেও সংবাদ প্রচার হয়।  প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |