সৌদি আরবে বাংলাদেশ রিপোটার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রিনিক্স মিডিয়া নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জল।
সোমবার (২৮ এপ্রিল) সমিতির সংশ্লিষ্ট সবার সম্মতিক্রমে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় । কমিটি ঘোষণা করেন সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন ও সম্মানিত উপদেষ্টা বাহার উদ্দিন বকুল।
কমিটিতে সভাপতি নির্বাচিত হন সোহেল রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জল।
অ্যাসোসিয়েশনের কার্যবির্বাহী কমিটিতে আরও যারা জায়গা পেয়েছেন, তারা হলেন:
সহসভাপতি-১: চৌধুরী মাসুদ সেলিম
সহসভাপতি ২: সাজেদুল ইসলাম
সহসভাপতি ৩: সেলিম আহাম্মেদ
সিনিয়র যুগ্ম সম্পাদক: মোহাম্মদ ফিরোজ
যুগ্ম সম্পাদক: সৈয়দ আহম্মেদ
যুগ্ম সম্পাদক: কামাল পারভেজ অভি
সাংগঠনিক সম্পদক: কাউসার আব্দুস সালাম
সাংগঠনিক সম্পাদক: মদিনা আনিসুর রহমান পলাশ
তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক: রফিক চৌধুরী
আরটিভি/এসএইচএম