ঢাকাবুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

মার্সেই সনদ

অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে নীতিমালা প্রণয়ন

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১২:৫২ পিএম


loading/img

ফ্রান্সের বন্দর নগরী মার্সেইয়ে আয়োজিত ভূমধ্যসাগরীয় সাংবাদিকতা ফোরামে অভিবাসনবিষয়ক ন্যায্য ও মানবিক সংবাদ কভারেজের লক্ষ্যে একটি নতুন সাংবাদিকতা নির্দেশিকা প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ এপ্রিল) ‘মার্সেই সনদ’ নামে পরিচিত এই সনদটি ইউরোপ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাংবাদিক ও অভিবাসন বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে প্রণীত।

এতে পেশাদার সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য স্পষ্ট নৈতিক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। মানদণ্ডগুলোর লক্ষ্য হচ্ছে আরও দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ প্রতিবেদন নিশ্চিত করা। 

বিজ্ঞাপন

‘মার্সেই চার্টার’ নামে পরিচিতি সনদে ১১টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে মার্সেই সনদ এক গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, বিশ্বের অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এ সনদকে স্বাগত জানিয়েছে ফ্রান্সে বাংলাদেশি মূলধারার গণমাধ্যম কর্মরত সাংবাদিকদের সংগঠন ফ্রান্স-বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন-এফবিজ‌এ। সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, মার্সেই সনদ অভিবাসী ও অভিবাসন বিষয় সাংবাদিকদের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। এ সনদ বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের উল্লেখযোগ্য গণমাধ্যমগুলো এতে স্বাক্ষর করেছে। ফ্রান্স থেকে অংশ নিয়েছে ল্যু মানিতে, ফ্রান্স ২৪, আরএফআই, লা ক্রোয়া, মিডিয়াপার্ট, লিবারাসিওন, আল্টারনেটিভ ইকোনমিক, ও তেলরামা। ইতালি থেকে রয়েছে ইল মানিফেস্টো ও জাতীয় বার্তা সংস্থা আনসা।

বিজ্ঞাপন

এ ছাড়াও  ফ্রান্স মিডিয়াস মন্ডে (FMM), ডয়েচে ভেলে (DW) এবং আনসা-র যৌথ উদ্যোগে পরিচালিতইউরোপীয় সংবাদ প্ল্যাটফর্ম  ইনফোমাইগ্রান্টস এই সনদ স্বাক্ষরে অন্যতম ভূমিকা রেখেছে।

স্পেন, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া এবং লেবাননের বিভিন্ন আঞ্চলিক ও স্বাধীন গণমাধ্যমও এই সনদে স্বাক্ষর করেছে। এরমাধ্যমে স্পষ্ট হয়েছে, অভিবাসন সংক্রান্ত সাংবাদিকতার নৈতিক মান রক্ষায় অঞ্চলজুড়ে ব্যাপক সমর্থন গড়ে উঠেছে।

এ সনদকে স্বাগত জানিয়ে ফ্রান্সে বাংলাদেশি মূল ধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফ্রান্স-বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন—এফবিজ‌এ’র নেতারা বলেন, মার্সেই সনদ অভিবাসী ও অভিবাসন বিষয় সাংবাদিকদের দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। এ সনদ বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

মার্সেই সনদের ১১টি মূল নীতিমালা হলো:

১. অভিবাসনের জটিলতা ও প্রেক্ষাপট বুঝে সংবাদ তৈরি করা

২. বিভ্রান্তিকর তথ্য দ্রুত সংশোধন করা

৩. গুজব ও ঘৃণাভিত্তিক ধারণার বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করা

৪. কোনো জনগোষ্ঠীকে কলঙ্কিত না করা

৫. অভিবাসীদের নিজস্ব কণ্ঠ ও অভিজ্ঞতা তুলে ধরা

৬. যথাযথ শব্দ ও আইনি পরিভাষা ব্যবহার

৭. ব্যক্তিগত সম্মতি ও গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখা

৮. মর্যাদাপূর্ণ ও বাস্তব চিত্র উপস্থাপন

৯. প্রাসঙ্গিক ডেটা ও পরিসংখ্যান সঠিকভাবে তুলে ধরা

১০. সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ও আন্তঃদেশীয় সহযোগিতা

১১. নিয়মিত মূল্যায়ন ও কভারেজ উন্নয়নের প্রতিশ্রুতি

মার্সেই সনদ সাংবাদিকদের জন্য একটি গাইড হিসেবে কাজ করবে—যা অভিবাসন বিষয়ক সংবাদ পরিবেশনে বিশ্বাসযোগ্যতা, দায়িত্ববোধ ও মানবিক দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দিতে উৎসাহিত করবে।

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |