ঢাকাশুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আরটিভি নিউজ 

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৮:০৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডাকাতের গুলিতে বিল্লাল হোসেন ও এমদাদুল হক নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। এর আগে বৃহস্পতিবার রাতে কেপটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বিল্লাল হোসেনের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় এবং এমদাদুল হকের বাড়ি কিশোরগঞ্জে। 

বিজ্ঞাপন

জানা যায়, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান বিল্লাল হোসেন। তিনি কেপটাউনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে সেই প্রতিষ্ঠানে ঢোকে ডাকাত দল। তারা নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারান বিলাল হোসেন ও তার আরেক সহকর্মী কিশোরগঞ্জ জেলার এমদাদুল হক।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |