ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

কুয়েতে রিমান্ডে নেয়া হয়েছে এমপি পাপুলকে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৯ জুন ২০২০ , ১২:৪২ পিএম


loading/img
কাজী শহীদ ইসলাম পাপুল

মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে রিমান্ডে নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশটির দেশটির পাবলিক প্রসিকিউটর রিমান্ডের আদেশ দেন। খবর গালফ নিউজের।

বিজ্ঞাপন

গেল শনিবার কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক আল রাইকে কুয়েতে থাকা বাংলাদেশ দূতাবাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশি রাষ্ট্রদূত এসএম আবুল কালাম বলেন, শুনেছি তার বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে রয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে মানব ও অর্থ পাচারের অভিযোগে শতাধীক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে সরকারের গোয়েন্দা বিভাগ। 

কুয়েতের মারাফি কুয়েতিয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী পাপলুর নাম এই তালিকায় ছিলেন সবার শীর্ষে ছিল। চলতি বছরের মার্চের শেষ দিক থেকে কুয়েতেই অবস্থান করছিলেন তিনি।

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |