‘আরটিভি অদম্য সম্মাননা’ পেলেন সাংবাদিক নীলিমা জাহান

সৈকত আহমেদ

শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ , ০১:০৩ পিএম


‘আরটিভি অদম্য সম্মাননা’ পেলেন সাংবাদিক নীলিমা জাহান

একটা সময় আমাদের সমাজে প্রতিবন্ধী শিশুদের চার দেয়ালের মধ্যে বড় করতেন বাবা-মা। কারণ, ঘর থেকে বের হলেই লোকে নানান কথা বলাবলি করবে। তাই মা-বাবাও ইচ্ছে করেই তাদের ঘরের বাইরে নিতেন না। এ জন্য তারা শিক্ষাসহ সবকিছু থেকে বঞ্চিত হতো। কিন্তু প্রতিবন্ধীরাও এই সমাজের অংশ, তাদের বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব না। সুযোগ পেলে তারাও সমাজ ও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে। তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষকে সচেতন করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এমনকি গণমাধ্যমকর্মীরাও কাজ করছে। তেমনি এক অদম্য সাংবাদিক নীলিমা জাহান; তিনি প্রতিবন্ধিতা উত্তরণে লেখালেখির মাধ্যমে সম্যক অবদান রেখে চলেছেন।

বিজ্ঞাপন

নীলিমা ছাত্রজীবন থেকে সমাজের প্রতিবন্ধী মানুষদের প্রতি অন্যরকম মায়া অনুভব করতেন। স্নাতক শেষ করে গণমাধ্যমকে বেছে নেন পেশা হিসেবে। সেখানেও তার লেখনি চলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিশু ও নারী অধিকার, শিশুশ্রম, মানবাধিকারবিষয়ক অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে; যা মানুষকে সচেতন ও তাদের নিয়ে ইতিবাচক ধারণা তৈরি করতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে চলেছে। প্রায় ৭ বছরের ক্যারিয়ারে নীলিমা জাহানের লেখাগুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে প্রতিবন্ধী মানুষের সেবায়। এই নীলিমা জাহানকে সম্মাননা প্রদান করেছে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি।

রোববার (৩ ডিসেম্বর) ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আরটিভি আয়োজন করে ‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩।’ এ অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করা হয়। আরটিভির তেজগাঁও মাল্টিমিডিয়া স্টুডিওতে এ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

নীলিমা জাহান দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার হিসেবে ২০১৬ সাল থেকে কর্মরত রয়েছেন। ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিশু ও নারী অধিকার, শিশুশ্রম, মানবাধিকারবিষয়ক অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ হয়ে থাকেন।

প্রতিবেদনগুলোর জন্য তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তার মধ্যে ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, প্লান ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড। অ্যাকশানএইড বাংলাদেশ-নারী মৈত্রী মিডিয়া অ্যাওয়ার্ডসহ নানান মর্যাদাপূর্ণ ফেলোশিপ।

বিজ্ঞাপন

গণমাধ্যমকর্মী নীলিমা জাহানের মতো এ বছর আরটিভি অদম্য সম্মাননা পেয়েছেন- বিদেশি প্রতিষ্ঠান সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন, বাংলাদেশ ও প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক দেশীয় প্রতিষ্ঠান নেত্রকোণার কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়, প্রতিবন্ধিতা জয়ী শিক্ষার্থী সোনিয়া আক্তার, প্রতিবন্ধিতা উত্তরণে সফল ব্যক্তি হেদায়তুল আজিজ মুন্না, প্রতিবন্ধিতা জয়ী শিক্ষার্থী ইব্রাহিম।

‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩’ অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনা করেন সৈয়দা মুনিরা ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিএসএমএমই উপচার্য ডা. শারফুদ্দিন আহমেদ ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ফাউন্ডিং মেম্বার অব বাংলাদেশ ভেলোরি টেলর ও ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসঅ্যাবিলিটি কনসালটেন্স জুলিয়ান ফ্রান্সিস।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা ৪৬ লাখের বেশি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এই সংখ্যা আরও অনেক বেশি। বিপুল এই জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি ছাড়া দেশের টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। দেশে এমন অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন, যারা তাদের শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধিতাকে জয় করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের কেউ কেউ আছেন যারা শুধু নিজেরাই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে অনুসরণীয় অবদান রেখে চলেছেন। আবার এমন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, যারা প্রতিবন্ধী জনগণের উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আরটিভি মনে করে, প্রতিবন্ধিতা বিজয়ী এসব মানুষ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাওয়া প্রচারবিমুখ মহান ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান জাতির সামনে তুলে ধরলে একদিকে যেমন ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হবে, তেমনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে আরও অনেকে আত্মনিয়োগ করবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission