• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সন্তানের সাফল্যে আরটিভি গর্বিত সম্মাননা পেলেন ৫ বাবা

আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২৪, ১৭:৪৬
ছবি : আরটিভি

‘বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার/ পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর!/ চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ-অন্ধকার।/...মরিল বাবর– না, না ভুল কথা, মৃত্যু কে তারে কয়?/ মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোন ক্ষয়,/ পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়!’

‘জীবন বিনিময়’ কবিতায় গোলাম মোস্তফা তুলে ধরেছেন সন্তানের প্রতি বাবার ভালোবাসার হৃদয়স্পর্শী চিত্র। যেখানে সন্তানের রোগমুক্তির আশায় নিজের জীবন উৎসর্গ করেন বাবা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সন্তানের প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে আছেন।

একজন বাবাকে সন্তানের সাফল্যের জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করতে হয়। আর সেইসব বাবাদের সম্মান জানাতে আরটিভির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গর্বিত বাবা সম্মাননা’ প্রদান অনুষ্ঠান। এবারের বিশ্ব বাবা দিবসে পাঁচ গর্বিত বাবাকে সম্মাননা দিয়েছে আরটিভি।

রোববার (১৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে জমকালো আয়োজনে নিটল টাটার সৌজন্যে ৫ জন বাবার হাতে তুলে দেওয়া হয়েছে এ সম্মাননা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য ব্যক্তিবর্গসহ শোবিজ অঙ্গনের অনেক তারকা।

অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান। এরপর একে একে অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, বাবারাই সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য জীবনযুদ্ধে লড়াই করে যান। মায়েরা ঘরে থেকে সেই লড়াইকে এগিয়ে নিয়ে যান। ঈদ উৎসবসহ সকল ক্ষেত্রে দেখা যায় সন্তানদের আবদার মিটাতে গিয়ে বাবা নিজের জন্য নতুন জামা বা জুতাটাও কেনা হয় না। একজন ভালো বাবা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ। আরটিভি আজ যে সম্মাননা জানাচ্ছে এতে করে সমাজে ভালো এবং সফল মানুষের সংখ্যা বৃদ্ধিতে প্রেরণা হয়ে থাকবে।

এ সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান তার বাবাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বাবা হচ্ছে সন্তানের কাছে আয়নার মতো, যেখানে প্রতিফলিত হয় তার আদর্শ, বিবেক ও ভালোবাসার প্রতিচ্ছবি। জীবনসংগ্রামের এক অকুতোভয় সৈনিক তিনি। সব ধরণের হতাশা আর কষ্ট ভুলে দিন শেষে মুচকি হেসে সন্তানদের বুকে জড়িয়ে ধরতে পারেন শুধু বাবারাই। সমাজে বাবাদের অসীম অবদান ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ধারাবাহিকতায় আরটিভি আজ এমন ৫জন বাবার হাতে ‘নিটল টাটা আরটিভি গর্বিত বাবা সম্মাননা ২০২৪’ পদক তুলে দিতে যাচ্ছে যারা সকল প্রতিকূলতা মোকাবেলা করে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এই সম্মাননা প্রাপ্তি অন্য বাবাদের জন্য অনুপ্রেরণা হবে বলে আমার বিশ্বাস।

এ সময় নিটল টাটার সৌজন্যে আরটিভির গর্বিত বাবাদের সম্মাননা দেওয়ার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, ছোটবেলায় আলাদিনের আশ্চর্য প্রদীপ গল্পটি যখন থেকে মনে জায়গা পেল, তখন থেকে ভাবতাম আমিও যদি আশ্চর্য প্রদীপটি পেতাম, তাহলে কতই না ভালো হতো! কিন্তু আস্তে আস্তে উপলব্ধি করি, রূপকথার সে গল্পে তো মাত্র তিনটি ইচ্ছা পূরণ করা সম্ভব। অথচ বাস্তব জীবনে যত ইচ্ছা, স্বপ্ন-আবদার আছে, নিজে কষ্ট করে হলেও সন্তানের হাতের কাছে এনে দিচ্ছে যে মানুষ, তিনি তো বাবা। বাবার জীবনের একমাত্র লক্ষ্যই যেন সন্তানের মুখে হাসি ফোঁটানো। বাবার জন্য ভালোবাসা।

এসএমসি এন্টারপ্রাইজ লিমিডেট-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (কমার্শিয়াল) কাজী আমিরুল হক শিবলী বলেন, আমরা সবাই জানি, পরিবারের প্রধান হিসেবে বাবার অবদান অস্বীকার করা যায় না। বাবা এমন একজন মানুষ যার মন সর্বদা অস্থির থাকে পরিবারের খরচ জোগান দেওয়ার জন্য। যিনি সন্তানের খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা ও লেখাপড়া নিয়ে বেশি চিন্তিত তিনিই আমাদের বাবা। প্রতিটি বাবাই নিজের জীবনের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যান সন্তানকে মানুষের মতো মানুষ করে অনেক বড় করতে।

সম্মাননা প্রাপ্ত বাবারা বলেন, সন্তানদের জন্য আমরা যা করেছি তা আমাদের দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই করেছি কিন্তু আরটিভি আমাদেরকে যে সম্মাননা দিলো তার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। সন্তনের সফলতার চেয়ে বড় কোন আনন্দ নেই। আমাদের এ সম্মাননা প্রাপ্তির পেছনে আজও সন্তানরাই বড় শক্তি।

আরটিভি ‘গর্বিত বাবা সম্মাননা-২০২৪’ পাওয়া বাবারা হচ্ছেন- ডা. মারিয়া সুলতানা ও ইঞ্জিনিয়ার জাহিদ হাসানের বাবা কুদ্দুস আলী, সহকারী জর্জ তানিয়া আক্তারের বাবা আব্দুর রেজ্জাক, ফুটবলার মনিকা চাকমার বাবা বিন্দু চাকমা, মেডিকেল ছাত্র রমজান আলীর বাবা নুর মোহাম্মদ, কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক।

অনুষ্ঠানে গর্বিত বাবাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এবং উত্তরীয় পরিয়ে দেন বিশেষ অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী জনাব লিনু বিল্লাহ, সংগীত ব্যাক্তিত্ব জনাব মো. খুরশিদ আলম, অভিনয় শিল্পী জনাব আহসানুল হক মিনু, বিশিষ্ট বাউল সংগীতশিল্পী জনাব শফি মন্ডল, অভিনয়শিল্পী ও উপস্থাপক শান্তা ইসলাম, সংগীত শিল্পী আলম আরা মিনু প্রমুখ।

বিশ্বের সব বাবাদের সম্মান জানাতে প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার পালন করা হয় ‘বিশ্ব বাবা দিবস’। দিবসটি ঘিরে নানাভাবে শুভেচ্ছা জানায় আরটিভি। বাবা দিবসে বিশ্বের সব বাবাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান আরটিভির নির্বাহী কর্মকর্তা।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আরটিভি অনুষ্ঠান এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান-ফারিনের ‘মনের মাঝে তুমি’
আরটিভিতে আজ (২৩ ডিসেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (২২ ডিসেম্বর) যা দেখবেন
আরটিভিতে সংবাদ প্রকাশ, নবজাতক ও তার মায়ের খোঁজ নিলেন ওসি