দাম্মামে জমকালো আয়োজনে আরটিভির বর্ষপূর্তি উদযাপন
দেশ ও প্রবাসে সবচেয়ে জনপ্রিয়, দর্শকনন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি ১৯ বছর পেরিয়ে ২০তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে সৌদি আরবের দাম্মামে আয়োজন করা হয়েছে জমকালো এক অনুষ্ঠানের।
বৃহস্পতিবার রাতে (২ জানুয়ারি) স্থানীয় নাবিয়া হলরুমে দাম্মাম আরটিভি দর্শক ফোরামের উদ্যোগে জমকালো এ আয়োজন হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মাহাবুব মোল্লা সোহাগের সভাপতিত্বে ও নেয়ামত উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দাম্মামের কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দাম্মাম আরটিভির প্রতিনিধি মুখলেছুর রহমান অভি।
আরটিভিকে শুভেচ্ছা জানাতে আসা সকল অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ পথচলায় আরটিভি দর্শক-শ্রোতাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে সংবাদ ও অনুষ্ঠান সাজিয়েছে। বিপরীতে দর্শক-শ্রোতাদের আকুন্ঠ ভালোবাসা পেয়েছে। টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্লাটফর্মেও আরটিভি দেশীয় চ্যানেল হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এ সময় আরটিভির পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাম্মামের কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব আল হুদা মামুন। বিশেষ অতিথি ছিলেন শামসুল আলম, আতিকুল ইসলাম দানা,হারুন অর রশীদ, জামাল উদ্দিন সরদার,সোহেল চৌধুরী, মোহাম্মদ আল আমিন, হাবিবুর রহমান মৌলবী,কাউসার তালুকদার, জাহাঙ্গীর আলম, তারেক জামান, রাহুল পারভেজ, নুরে আলম,মাসুদ রানা,মোজাম্মেল হক সোহেল,মোঃ হাসান,মুরাদ পাটুয়ারী, সোলেমান, মোঃ শরীফ, এমরান পাটুয়ারি সহ আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম শুকুর,জানে আলম ভুইয়া, ফরহাদ,আরিফুল ইসলাম,মঞ্জিল হোসাইন মঞ্জু, রাফি মজুমদার সহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘ পথ চলায় গতানুগতিক ধারার বাইরেও আরটিভির ছিল রুচিশীল বেশ কিছু অনুষ্ঠান। আরটিভির নাটক দর্শকপ্রিয়তায় বরাবরই সবার শীর্ষে। গঠনমূলক ও তথ্য নির্ভর সংবাদ প্রচারেও শীর্ষে উঠে এসেছে চ্যানেলটি। দেশের বাইরে প্রবাসের সংবাদগুলো গুরুত্ব সহকারে প্রচার ও প্রসারের কারণে প্রবাসীদের নানা খবর পৌঁছে যাচ্ছে সবার কাছে। এসব কারণে সব শ্রেণি-পেশার দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয় আরটিভি। নতুন নতুন অনুষ্ঠান, নাটক, টকশো, রিয়েলিটি শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও ভিন্নধারার সংবাদ দিয়ে গত কয়েক বছরে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে চ্যানেলটি।
এর আগে আরটিভির দাম্মাম প্রতিনিধি মুখলেছুর রহমান অভিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দাম্মামের কমিউনিটি ব্যক্তিত্ব, দাম্মাম প্রাদেশিক যুবদলের নেতৃবৃন্দ, নরসিংদী জেলা প্রবাসী যুবদলের নেতৃবৃন্দ, চাদপুর জেলার নেতৃবৃন্দ, কুমিল্লার নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ সহবিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রবাসীরা। পরে আরটিভির জন্মদিনের কেক কাটেন অতিথিরা।
আরটিভি/এসএইচএম/এআর
মন্তব্য করুন