ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

নব্য জেএমবি’র আধ্যাত্মিক নেতা কাশেম ৭দিনের রিমান্ডে

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৩ মার্চ ২০১৭ , ০৫:০০ পিএম


loading/img

কাউন্টার টেরোরিজমের হাতে গ্রেপ্তার নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা আবুল কাশেমকে ৭ দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সত্যব্রত শিকদার তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে আবুল কাশেমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক জাহাঙ্গীর আলম। শুনানি শেষে আদালত ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর সেনপাড়া থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। তাকে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

গেলো বছরের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে জাহাজ বিল্ডিংয়ে রাতভর অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। অভিযানে ৯ জঙ্গি নিহত ও একজন আহত হন। তারা সবাই নব্য জেএমবি সদস্য বলে জানায় পুলিশ।

এইচটি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |