ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

কলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪

রোববার, ০২ এপ্রিল ২০১৭ , ০৭:৪৫ পিএম


loading/img

কলম্বিয়ায় মোকোয়া শহরে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৪ জনে। নিখোঁজ আরো দু’শতাধিক। নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। 

বিজ্ঞাপন

উদ্ধারকাজে ১ হাজার ১শ’ সেনা নিয়োজিত রয়েছে। ভারীবর্ষণে কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোকোয়া শহরে পাথর ও কাদায় ভূমিধসের সৃষ্টি হয়। কিছু কিছু জায়গায় পুরো এলাকা ভূমিধসে ঢাকা পড়ে। 

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৪শ’ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন দু’শতাধিক মানুষ।

বিজ্ঞাপন

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ধার তৎপরতা প্রত্যক্ষ করতে ঘটনাস্থলে ছুটে যান তিনি। 

শান্তিতে নোবেলজয়ী এ প্রেসিডেন্ট বলেন, মানুষদের সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করবো। এ দুর্যোগে আমার হৃদয় ভেঙে গেছে। কলম্বিয়ার বিমানবাহিনী উদ্ধার সরঞ্জাম, পানি ও ঔষধ নিয়ে যাচ্ছে।

এপি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |