গেলো বছর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। প্রতিবেদন নির্ভুল করতে সময় নেয়া হচ্ছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার রাজধানীর গুলিস্তানে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, নির্ভুল তদন্ত ও অভিযোগপত্র দিতে কাজ করছে পুলিশ। কোনো ধরনের ভুল যাতে না হয়, সেজন্য সময় নেয়া হচ্ছে। তদন্ত শেষের দিকে রয়েছে।
তিনি বলেন, নাটোর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার আসলাম হোসেন ওরফে রাশেদ হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক নতুন তথ্য পাওয়া যাবে।
একই অনুষ্ঠানে ইউনূস সেন্টারের সামাজিক ব্যবসা সম্মেলন বাতিলের বিষয়ে তিনি বলেন, আয়োজকেরা এমন সময়ে অনুষ্ঠানের কথা বলেছে, তখন পুলিশের কিছু করার ছিল না। এসব অনুষ্ঠানের জন্য আগে থেকে অনুমতির দরকার হয়। কারণ নিরাপত্তার বিষয় থাকে।
শুক্রবার সকাল থেকে জিরাবোতে দুই দিনের সামাজিক ব্যবসা সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলনটি অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে বলে জানায় ইউনূস সেন্টার।
বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছিলেন, ইউনূস সেন্টারের পক্ষ থেকে ২৪ জুলাই পুলিশকে এ সম্মেলনের কথা জানানো হয়। এত অল্প সময়ের মধ্যে নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব নয়। তাই সম্মেলনের অনুমতি দেয়া হয়নি।
এইচটি/এমকে