ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

আরটিভি নিউজ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৫৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আজ ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি হয়েছে। একইসঙ্গে ২০২৬ সালে অনুষ্ঠেয় ৫৯তম বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখও ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি)  আখেরি মোনাজাতের পরপরই ইজতেমার বয়ান মঞ্চ থেকে এ তারিখ ঘোষণা করা হয়।

ঘোষণা মতে, ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপ এবং ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এর আগে, আজ দুপুরে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের আমির ও শুরায়ে নেজামের মুরব্বি মাওলানা জোবায়ের। 

এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। পাশাপাশি বিশ্ব শান্তির জন্য তারা দোয়াও করেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |