ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিমপ্রধান দেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বৈঠকে করবে এবং চাঁদ দেখা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে। 

বিজ্ঞাপন

মক্কার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে দেশটি। মক্কায় যে সময় সন্ধ্যা ৬টা বাজবে তখন বাংলাদেশে সময় হবে রাত ৯টা। ফলে ওই সময়ই জানা যাবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাস কবে শুরু হবে।

সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার (১ মার্চ) থেকে। তবে আজ সন্ধ্যায় চাঁদ না দেখা গেলে রোজা শুরু হবে রোববার (২ ফেব্রুয়ারি)।

বিজ্ঞাপন

প্রতিবেদন বলা হয়, শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে, এশার জামাতের পর তারাবির নামাজ শুরু হবে। আর যদি মাগরিব বা সন্ধ্যার নামাজের পরে রমজানের চাঁদ না দেখা যায়, তাহলে সৌদিতে রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। তারাবি হবে শনিবার বাদ এশা।
 
হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। চাঁদের ওপর নির্ভর করে হিজরি মাস গণনা করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়।
 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |