রাজধানীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মহিমান্বিত বিশেষ রজনী পবিত্র শবে কদর। আল্লাহর রহমত ও বরকত প্রত্যাশায় লাইলাতুল কদরের রাত ঘিরে রাজধানীর প্রতিটি মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে। রাতভর ইবাদতের নিয়াতে মসজিদে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ইস্কাটন মসজিদ, বেইলি রোড, পুরান ঢাকার বেশ কয়েকটি মসজিদ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেখা যায়, মসজিদের উত্তর-দক্ষিণ গেট দিয়ে দলবেঁধে প্রবেশ করছেন মুসল্লিরা। শবে কদরের রাত হওয়ায় অন্যান্য দিনের তুলনায় মুসল্লিদের ভিড়ও অনেক বেশি। মসজিদের প্রবেশ ও বের হওয়ার সময় অনেককে সেখানে থাকা ফকির-মিসকিনদের দান-খয়রাতও করছেন ধর্মপ্রাণ মানুষ। তাদের কেউ কেউ গভীর রাত পর্যন্ত মসজিদে ইবাদত বন্দেগি করার নিয়াতে এসেছেন।
মুসল্লিরা জানান, নাজাতের আশায় আজ মহান আল্লাহর দরবারে দোয়া করবেন তারা। তারাবি শেষ বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বাসায় ফিরবেন।
সন্তানের হাত ধরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এসেছেন রাশেদুল ইসলাম। তিনি বলেন, শ্রেষ্ঠ এই রাজনীতে আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চাইব। একইসঙ্গে আল্লাহর কাছে রহমত বরকত চাইব।
অন্য আরেক মুসল্লি ও বেসরকারি চাকরিজীবী আলী হোসেন বলেন, বাসা পাশে হওয়ায় বেশিরভাগ সময় জাতীয় মসজিদেই নামাজ আদায় করি। আজ বিশেষ দিন। তাই নামাজ শেষে বিশেষ ইবাদত করব।
রাজধানীর অন্যান্য বেশ কয়েকটি এলাকার মসজিদে নানা বয়সী মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। অনেক মসজিদে জায়গা ভরে রাস্তার অনেক দূর পর্যন্ত মুসল্লিদের নামাজের কাতারও লক্ষ্য করা গেছে।
আরটিভি/কেএইচ