খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার (২০ এপ্রিল)। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন।
খ্রিস্টান ধর্মমতে, যিশু খ্রিস্ট মৃত্যুর তৃতীয় দিনে অর্থাৎ রোববার জেগে উঠেছিলেন। যিশুখ্রিস্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিস্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে তারা ইস্টার সানডে হিসেবে পালন করে থাকেন। দিবসটি উপলক্ষে খ্রিস্টধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।
দিনটি উপলক্ষে সকাল থেকেই রাজধানীর হোলি রোজারি চার্চে কয়েকদফায় প্রার্থনা হয়। তাতে হিংসা-বিদ্বেষ-সহিংসতা থেকে দূরে থাকার প্রার্থনা করা হয়। এছাড়া, বাংলাদেশের সুখ-সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করা হয়। একইসঙ্গে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্যেও প্রার্থনা করা হয়।
আরটিভি/এআর