ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মোহরানা আদায় করতেই হবে

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ , ০৭:৪৯ পিএম


loading/img

আরটিভির সরাসরি ইসলাম নিয়ে প্রশ্নোত্তরমূলক বিশেষ অনুষ্ঠান ‘শরিফ মেটাল প্রশ্ন করুন’। এ অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এবারের পর্বে উত্তর দিয়েছেন ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম।

বিজ্ঞাপন

প্রশ্ন:  পারফিউম লাগানো কী জায়েজ? পারফিউম লাগিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে কী?

উত্তর: পারফিউমের মধ্যে কিছু পরিমাণ অ্যালকোহল থাকে।বর্তমানে অ্যালকোহল ফ্রি পারফিউম পাওয়া যায়। এগুলোই ব্যবহার করা উত্তম। আর নারীদের সাজসজ্জার মধ্যে রঙ থাকবে কিন্তু ঘ্রাণ থাকবে না। আর পুরুষের সাজসজ্জার মধ্যে ঘ্রাণ থাকবে কিন্তু রঙ থাকবে না। নারীদের ক্ষেত্রে পারফিউম ঘরোয়া পরিবেশে ব্যবহার করা যেতে পারে, কিন্তু পারফিউম ব্যবহার করে বাইরে যাওয়ার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আছে। ইসলামী শরীয়ায় এটাকে সাংঘাতিক রকম অপরাধ বলে গণ্য করা হয়েছে। ঘরোয়া পরিবেশে অ্যালকোহল ফ্রি পারফিউম ব্যবহার করা যেতে পারে।

বিজ্ঞাপন

প্রশ্ন: বিয়ের সময় মোহরানা না দিলে পরে দেয়া যাবে কী? সেক্ষেত্রে টাকা না জায়গা-জমি দিতে হবে?

উত্তর: বিয়ের মোহরানা বিয়ের পর যেকোন সময়ই দেয়া যায়। এমনকি স্ত্রী মারা গেলেও দেয়া যাবে। সেক্ষেত্রে তার ওয়ারিশদের কাছে সেটি দিতে হবে। আর মোহরানা হিসেবে টাকা কিংবা স্থাবর সম্পদ যেকোন কিছুই দেয়া যেতে পারে। আর মোহরানা আদায় করা কিন্তু ফরজ। তাই এটিকে অবহেলা করা যাবে না।

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |