আরটিভির সরাসরি ইসলাম নিয়ে প্রশ্নোত্তরমূলক বিশেষ অনুষ্ঠান ‘শরিফ মেটাল প্রশ্ন করুন’। এ অনুষ্ঠানে কুরআন ও হাদিসের আলোকে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এবারের পর্বে উত্তর দিয়েছেন ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম।
প্রশ্ন: দোয়া কবুল হবার জন্য বিশেষ কোন আমল আছে কী?
উত্তর: দোয়া কবুলের জন্য ইসলামে অনেকগুলো সুযোগ আছে। সহীহ বুখারিতে আছে, সত্যিকারের মুসলিমের কোন দোয়া বিফলে যায় না। কবুলের চারটা অপশন থাকে, এক, হয় যেটা চেয়েছি সেটা দিবেন, অথবা এর সমপরিমাণ অন্য কিছু দিবেন।
আর যদি ওর সমানটাও না দেন তাহলে এটার সমান কোন মসিবত থেকে বাঁচাবেন। যদি সেটাও না করেন তাহলে আল্লাহ ওই দুয়াকে পরকালে কবুল করে নিবেন।
প্রশ্নঃ জুম্মাবারের নির্দিষ্ট কোন সময়ে দোয়া কবুল হয়।
উত্তরঃ এ সম্পর্কে দুইটি অভিমত আছে। একটি হল ইমাম মিম্বারে উঠার পর থেকে নামাজের সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত। তবে আসর থেকে মাগরিবের সময়ের মধ্যে দোয়া কবুল হয় বলে সবচেয়ে বেশি হাদিস আছে।
আরও পড়ুন:
- প্রচলিত নামাজের নিয়ত কুরআন সুন্নাহর কোথাও নেই
- পেশার প্রতি শ্রদ্ধাশীল থাকা ইমানের দাবি
- প্রথমবারের মতো সরকারি চাকরিতে ১০১০ কওমি আলেম
কেএইচ/এমকে