তিন দিনের সফরে ঢাকায় এসেছেন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ক্বারি মিসরের ড. আহমাদ নাঈনা। তিনি ইত্তেহাদুল কুররা আল-আলামিয়ার বর্তমান প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সেক্রেটারি।
শনিবার দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান।
রোববার দুপুরে ড. নাঈনা ঢাকায় অবস্থিত মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ (বাংলাদেশ ক্বিরাত ইন্স্টিটিউট) পরিদর্শনে আসেন। এ উপলেক্ষ ‘মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ’ বিশেষ সংবর্ধনা এবং ক্বিরাত অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন
প্রতিষ্ঠানটির পরিচালক ও বাংলাদেশের প্রধান ক্বারি, শাইখ আহমাদ বিন ইউছুফ আল আজহারি ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্করা) এর সদস্যবৃন্দ এবং মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ এর সকল ছাত্ররা।
ড. নাঈনা প্রতিষ্ঠানের ছাত্রদের সঙ্গে আলোচনা করেন। এরপর দেশের কল্যাণে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
তিনি আজ সোমবার রাতে চট্রগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক সুফি সম্মেলনে কুরআন তিলাওয়াত করবেন এবং আগামীকাল মঙ্গলবার মিসরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
আরও পড়ুন :
- গর্ভাবস্থায় যে আমলটি করলে কষ্ট ও জটিল বিষয়াবলী সহজ হয়ে যায়
- অবৈধ অর্থ বা সম্পদ কি মসজিদ নির্মাণে ব্যয় করা যাবে?
এমকে