ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সুরঞ্জিতের মরদেহ

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৭ , ১১:২৫ এএম


loading/img

শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ। এর আগে সোমবার বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

বিজ্ঞাপন

সিলেটে শ্রদ্ধা নিবেদন শেষে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সুনামগঞ্জে নেয়া হবে। সেখান থেকে নির্বাচনী এলাকায় (দিরাই-শাল্লা) নেয়ার পর বিকেলে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

রোববার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরঞ্জিত সেনগুপ্ত মারা যান। এর আগে সুরঞ্জিত সেনগুপ্তকে শুক্রবার সকালে ল্যাব এইডে ভর্তি করা হয়। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। শনিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হয়। রাত নয়টার দিকে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |